আমাদের দেশে অনেক শিক্ষার্থী তাদের পাঠ্যপুস্তকের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ভালো গৃহশিক্ষকের সহযোগিতা নিতে পারে না। মূলবইয়ের পাশাপাশি পাঠ অনুধাবনের জন্য গৃহশিক্ষকের বিকল্প ভূমিকা পালন করতে পারে ভালো একটি অনুশীলনমূলক সহায়ক বই। তাই ‘পপি লাইব্রেরি’ চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রকাশ করেছে অনুশীলনমূলক সহায়ক বই ‘পপি একের ভিতর সব’। এ বইয়ে প্রতিটি বিষয়ের পাঠ এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন সকল শিক্ষার্থী সহজেই বুঝতে পারে।
আমরা প্রাথমিক শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদের প্রতি অনুরোধ করছি, তাঁরা যেন এই বইয়ের পাঠ অনুশীলনের জন্য শিক্ষার্থীকে সহায়তা করেন। কোমলমতি শিক্ষার্থীর জন্য মুখস্থের আগে অনুধাবন প্রয়োজন। তদুপরি প্রয়োজন অনুশীলনের, কারণ অনুশীলনের কোনো বিকল্প নেই।